নিত্য কাজে পিত্ত গরম সকাল ৬ টা ঘুম থেকে just লাফিয়ে ওঠা । হুরমুরিয়ে বিছনা ছেড়ে মাটির স্পর্শে পা বাড়ানো। বড্ড জ্বালায় Alarm ঘড়ি, বন্ধ করা তাড়াতাড়ি । Mobile টা এত্ত খারাপ বেজে উঠলো ততক্ষনাত । ওটাও Alarm, ভাবছ কি? Alarm -বিনা ঘুম ভাঙবে নাকি? উঠলো বাবু, যদিও কাবু । ঘুমের দশা । জল পিপাসা। কিছুটা জল যেমনি খাওয়া ! প্রাত্য ডাকে সাড়া দেওয়া । শান্তি মনে শান্ত থাকা । কাজ বাকি যে, আমিই একা । ক্ষুধার রাজ্যে পদ্য হয় !! মুখ ধুয়ে চলো খাওয়ার বানাই। খাবার হল অনেক পরে সময় নেই আর ৮ এর ঘরে। তড়িঘড়ি Dress পড়, Cycle বাগিয়ে বেরিয়ে পড় । Rail come ঝমাঝম ছুটতে হবে, সময় কম । Train- এ উঠে জায়গা খোঁজা লোকের মুখ দেখা আর অবস্থা বোঝা । এই উঠলো জায়গা ছেড়ে, সবাই যেন নেবে কেড়ে এমনভাবে এগিয়ে আসে লোকজন সব আশেপাশে ।
আমার হিজিবিজি খাতা