Skip to main content

Posts

Showing posts from April, 2012

টুক করে বকখালি

বকখালি অবস্থান:  দেশ: ভারতবর্ষ রাজ্য: পশ্চিমবঙ্গ জেলা: দক্ষিণ ২৪ পরগনা কি কি দেখার ?                 বিশাল সমুদ্র..... আরে, Bay of Bengal.... পুরো দীঘার ছোট edition... বিস্তৃত সমুদ্র সৈকত..... বেশ ঘন ম্যানগ্রোভ অরণ্য... আর যেটা খুব ভালো লাগে সেটা হল.... এখানে দীঘার মত এত ভীরভাট্টা নেই.... বেশ নিরিবিলি..... যারা একাকী একটা দিন নিভৃতে কাটাতে চান তাঁদের জন্য ব্যাপক জায়গা। (বা দুজনে নিভৃতে কাটাতে চান....)                  একটা Crocodile Park আছে ওখানে.....পশ্চিমবঙ্গ বন দপ্তর দ্বারা নির্মিত..... Bus Stand এর কাছেই। ভালই সাজানো গোছানো.....২ টাকা করে Entry Fee.... ওর মধ্যে একটা পুকুর আছে, যার ঘাট বাঁধানো । কিছুক্ষণ ওখানে বসতেও খুব ভালই লাগে..... বেশ গাছের ছায়া.... মৃদু মন্দ শীতল হাওয়া..... উফ: প্রাণটা যেন জুড়িয়ে যায়..... যেন মনে হয় প্রকৃতির কোলে মাথা রেখে একটু শান্তিতে ঘুমিয়ে নিই.... একটা Tube Well ও আছে.....